দু’দিন ধরে একটি ফোনের অপেক্ষায় আছি, এখনও এলো না।
এমনটি তো হওয়ার কথা নয়! ওরা কি ভুল করলো কোনো? মোবাইল ফোনটি তো কাছেই ছিলো সবসময়। এমনকি, হাতছাড়া করিনি ঘুমের সময়ও। মাথার কাছেই রেখেছি, যদি সকাল-সকাল বাজে ফোনটি?
নাকি ওরা আমার কথা ভুলে গিয়েছে? হতে পারে সঠিক নম্বরটি ওদের কাছে নেই, ওদের দেয়াই হয়েছে কোনো এক ভুল নম্বর? কিংবা ফোন ব্যস্ত পেয়ে ভেবেছে পরে করবে, পরে আর করা হয়নি?
না, যা ভাবছেন তা নয়, মন্ত্রী হওয়ার জন্য ফোন আসবে না আমার কাছে। অতোটুকু গুরুত্বপূর্ণ হইনি এখনও। কিন্তু এস এ পরিবহন তো ফোন দিয়ে জানাবে যে বইগুলো এসেছে কিনা?
দু’দিন ধরে অপেক্ষা করছি, খুব কষ্টকর এই বইয়ের জন্য অপেক্ষা।
সাগর says
এই সময়ে বইয়ের অপেক্ষা আহা! দেশ সমাজ মন্ত্রীত্ব রেখে তা সে কোন সে বই!