আসলেই কি সরল?
রবীন্দ্রনাথ ভদ্রলোক ছোট গল্পের যে সংজ্ঞা দিয়েছিলেন, তার মধ্যে ক্ষুধিত পাষাণ পড়ে?
হুমায়ূন আহমেদ
সেদিন বাসে আসার সময় হুমায়ূন আহমেদের “হাবলংগের বাজারে” দেখছিলাম। সাধারণত অখাদ্য-সুড়সুড়ি নাটকগুলো এসিবাসের ঘুমন্ত ভদ্রলোকদের দেখানো হয়। বরাবরের মতোই এটাও অখাদ্য। কিন্তু একটা জায়গায় এসে আটকে গেলাম।
একজন বলছ: হুজুর (তিনি স্থানীয় জমিদার বা এই টাইপের), ভয় বলবো না নির্ভয়ে বলবো?
হুজুর: (ধমক দিয়ে) ভয় বল। আমার সামনে নির্ভয়ে আবার কী কথা?
ভদ্রলোকের সাম্প্রতিক লেখালেখি পছন্দ না হলেও তাঁর হিউমার সেন্স বরাবরই পছন্দের। সেই ছোটবেলা থেকেই শুনে আসছি, এ জাতীয় প্রশ্নের উত্তরে সবাই বলে, নির্ভয়ে বল। এর উল্টোটা যে কেউ বলতে পারে তা কখনো মাথায় আসে নাই।
হিন্দি সিনেমা
আজকে একটা সিনেমা দেখলাম। নামটা সম্ভবত ক্রিস বা এজাতীয় কিছু। অভিনেতা হৃত্বিক রোশন। যাক, হিন্দিয়ানরা তাইলে হলিউডের দিকে যাচ্ছে।
বাংলা সিরিয়াল
বাসায় গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে গিয়ে ভারতীয় বাংলা সিরিয়াল এখন দেখতে হয় মাঝেমধ্যে। চোখ বন্ধ থাকলেও কান তো আর চাপা দিয়া রাখা যায় না! সব ভারতীয় বাংলা সিরিয়ালে অদ্ভুত একটা মিল দেখতে পেলাম। সাধারণ ঘটনাকে ঘুরিয়ে-পেঁচিয়ে-জটিল করে বোকা বোকা রাগেরও অসহ্য সব ক্লাইমেক্স তৈরি করে, ক্যামেরা ঘুরিয়ে, উচ্চমাত্রার আবহ সঙ্গীত মিশিয়ে যে অসম্ভব একটা জটিলতা তৈরি করে, তা জটিলের জটিলতাজনিত জটিলতাকেও হার মানায়। মাঝে মাঝে মনে হয় টিভি ভেঙ্গে ফেলি। অদ্ভুত এসব জিনিস দেখার অপরাধে মাঝেমাঝে মনে হয় নিজেকেই ধরে আছাড় দিই!
চেতনা
চেতনা জিনিসটা বোধহয় খুব সহজ একটা ব্যাপার। আজকে তিনজনের মুখে চেতনা শব্দটা শুনলাম। কিন্তু চেতনা জিনিসটা আসলে কি এবং কী করে সেটা বজায় বা সমুন্নত রাখা যায়, সে ব্যাপারে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারলো না। উল্টা সবাই আমার ওপর বিরক্ত হলো। এখনতো মনে হচ্ছে, চেতনা জিনিসটা খুব কঠিন একটা ব্যাপার। কারণ আমি আবার কঠিন জিনিস বুঝি না।
Leave a Reply